স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের বিভিন্ন ব্লক চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্বদের নিয়ে সোমবার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক করা হয়। বৈঠকে প্রার্থী বাছাই করা সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের বিভিন্ন ব্লক চেয়ারম্যান, জেলা চেয়ারম্যানদের নিয়ে এইদিন বৈঠক করা হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে। ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই করার বিষয় নিয়ে এইদিন আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।
তবে বলা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল আভ্যন্তরীণভাবে সমস্ত প্রস্তুতি সেরে নিচ্ছে। রণকৌশল কার্যকর করতে কর্মীদের সক্রিয় করে দফায় দফায় বৈঠক করে। পাশাপাশি শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের কাজ। যাতে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর কোনভাবে পরিস্থিতি উত্তপ্ত না হয় এবং দলীয় কোন্দল যাতে সৃষ্টি না হয়।