Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যবুনিয়াদী শিক্ষা দপ্তরে ডেপুটেশন দৃষ্টীহীনদের

বুনিয়াদী শিক্ষা দপ্তরে ডেপুটেশন দৃষ্টীহীনদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকা এবং বেকারদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার বুনিয়াদী শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয় অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা এদিন অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে এই দাবিগুলি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে, সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা জানান, দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকা ও দৃষ্টিহীন বেকাররা বিভিন্ন সমস্যা ভুগছে।

 বুনিয়াদি শিক্ষা দপ্তরে একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করে দৃষ্টিহীন যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের সমস্যাগুলি নজর দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। কারণ দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যা রয়েছে যেগুলি বিশেষ গুরুত্ব দিয়ে দেখার জন্য কোন আধিকারিক নেই। দ্বিতীয়ত, সিলেবাস অনুযায়ী দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকাদের ব্রেইল বইয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দৃষ্টিহীন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষতা বাড়ানোর দাবিও করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের কাছে। এছাড়া বুনিয়াদি শিক্ষা দপ্তরে প্রচুর শূন্য পদ রয়েছে। এই শূন্যপদ দ্রুত পূরণ করার বিষয়ে দাবি করা হয়েছে বলে জানান এদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য