স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : ত্রিপুরার সীমান্তকে কাজে লাগিয়ে শুধু মানব পাচার নয়, এবার দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের মহিলাদের পাচার করার করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। বৃহস্পতিবার দুই বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে। তাদের নাম ফিরোজা খাতুন, বয়স ২২ বছর এবং অনামিকা আক্তার, বয়স ২০ বছর। তারা বিনা পাসপোর্টে দালাল চক্রের হাত ধরে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে।
তারা আগরতলা বাধারঘাট রেল স্টেশন দিয়ে ত্রিপুরার বাইরে অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশী ও ভারতীয় নগদ অর্থ। পাশাপাশি তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে। তারা ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস দিয়ে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করেছিল। ধৃত দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ রিমান্ডের দাবি করে আদালতে তোলা হবে বলে জানান আগরতলা সহকারি রেল পুলিশ থানার ওসি। তবে গত কয়েকদিনে লক্ষ্য করা গেছে যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেছে, তাদের মধ্যে সিংহভাগ মহিলা। ভারতের এবং বাংলাদেশের যেসব দালাল তাদের পাচার করছে তারা কেন মহিলাদের বেশি বেছে নিচ্ছে সে বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ পুলিশ তদন্তের কোন ক্লু বের করতে না পারায় চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে। যতটুকু খবর দালাল চক্র তাদেরকে কাজ প্রদানের নাম করে অবৈধ ভাবে রাজ্যে নিয়ে আসে। তারপর তাদেরকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে অসামজিক কাজে লিপ্ত করা হয়। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে।