Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যঅনলাইন সামগ্রীর আড়ালে গাঁজা পেল চোরাইবাড়ি থানার পুলিশ

অনলাইন সামগ্রীর আড়ালে গাঁজা পেল চোরাইবাড়ি থানার পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : শুক্রবার একটি কন্টেইনার গাড়ি থেকে কুড়ি কেজি শুকনো গাঁজা আটক করতে সক্ষম হয় চোরাই বাড়ি থানার পুলিশ। সাথে আটক করা হয় লরি চালককেও। জানা যায়, পুলিশের কাছে গোপন খবর ছিলো অনলাইন সামগ্রী বোঝাই একটি কন্টেইনার গাড়ি করে রাজ্য থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচার হবে। সেই  খবরের উপর ভিত্তি করে পুলিশ দলবল নিয়ে থানার নাকা পয়েন্ট উৎপেতে বসে থাকে।

বিকাল পাঁচটা নাগাদ AS 01 PC-8915 নম্বরের ওই কন্টেইনার গাড়িটি নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালালে অনলাইন সামগ্রীর আড়ালে মজুত রাখা  বিভিন্ন প্যাকেটে প্রায় একুশ কেজি গাঁজা উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সঙ্গে গাড়ির চালক রতন দেবনাথকে আটক করা হয়েছে। তার বাড়ি উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার দক্ষিণ লালজুরি এলাকায়। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে চুরাইবাড়ি থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য