Tuesday, November 12, 2024
বাড়িবিশ্ব সংবাদঅস্ট্রিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী

অস্ট্রিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ জুন: আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রিয়া যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রস্তাবিত মস্কো সফরের পরে তিনি ভিয়েনা যেতে পারেন বলে কূটনৈতিক সূত্রের খবর। গত চার দশকে মধ্য ইউরোপের এই দেশটিতে ভারতের কোনও প্রধানমন্ত্রী পদার্পণ করেননি। ১৯৮৩-তে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেষ বার অস্ট্রিয়া গিয়েছিলেন ।

নেটো-র সদস্য রাষ্ট্র নয় অস্ট্রিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই ভারতোর মতো তারাও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক বহাল রেখেছে। তবে তারা প্রকাশ্যে রাশিয়াকে ভৎর্সনাও করেছে একতরফা ভাবে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি রাজনৈতিক সমাধানও খুঁজছে যুদ্ধ বন্ধের। বিশ্বের রণকৌশলগত খেলায় কিছুটা সংযোগ রয়েছে ভারত এবং অস্ট্রিয়ার। কূটনৈতিক সূত্রের খবর, মোদী সে দেশে গেলে আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বয় নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি ভারতের স্টার্ট আপ, উৎপাদন ক্ষেত্র, তথ্যপ্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তি ক্ষেত্রে অস্ট্রিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানো প্রধানমন্ত্রীর সফরের লক্ষ্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য