Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যবন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসাবে সচেতনতা মূলক শিবির

বন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসাবে সচেতনতা মূলক শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : প্রতি বছর জুন মাসকে বন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসাবে পালন করা হয়ে থাকে। অন্যান্য বছরের ন্যায় এই বছরও নানান সচেতনতা মূলক কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য জুড়ে জুন মাসকে বন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসাবে পালন করা হচ্ছে। বন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসাবে কোথাও করা হচ্ছে সচেতনতা মূলক মিছিল। আবার কোথাও করা হচ্ছে সচেতনতা মূলক শিবির।

 বণ্যা প্লাবন প্রতিরোধ মাস হিসাবে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সচেতনতা মূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি জানান এইদিন আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের সচিব, পশ্চিম জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই বছর বন্যার কারনে রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। বন্যার সময় প্রান হানির ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে এইদিন আলোচনা করা হয়েছে।

 এইদিনের প্রশিক্ষণ শিবিরে যারা অংশগ্রহণ করেছে, তারা আগামিদিনে সাধারন মানুষকে সচেতন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সচেতনতা মূলক আলোচনা শেষে এইদিন দুর্গা বাড়ির দিঘিতে মহড়া প্রদর্শন করা হয়। মূলত বন্যার সময় জল থেকে বন্যা দুর্গতদের কি ভাবে উদ্ধার করতে হবে সেই বিষয়ে মহড়া প্রদর্শন করা হয় এইদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য