স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : মণিপুরে জ্বলছে আগুন। বহুদিন ধরে এই আগুন জ্বলছে। মূলত জাতি গত বিষয় নিয়ে দুই গোষ্ঠীর লোকের মধ্যে দাঙ্গার রূপ ধারন করে সেখানে। দেশ জুড়ে তা নিয়ে বাক-বিতণ্ডা, রাজনৈতিক টানাপোড়েনের শেষ নেই। অশান্তির জেরে গৃহ ছাড়া বহু মানুষ। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু মানুষের বাড়ি ঘর। এমনকি মহিলাকে নগ্ন করে প্রকাশ্য দিবালোকে ঘোরানো হয়েছে।
যা দেখে লজ্জায় মুখ ঢাকল গোটা দেশ। মিথেই সম্প্রদায়ের বহু মানুষ বাড়ি ঘর ত্যাগ করে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। দীর্ঘ ১ বছরেরও অধিক সময় ধরে শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছে বহু মানুষ। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব মিথেই কাউন্সিল ত্রিপুরা শাখা। বিশ্ব মিথেই কাউন্সিল ত্রিপুরা শাখার পক্ষ থেকে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সামগ্রী। উপস্থিত ছিলেন বিশ্ব মিথেই কাউন্সিল ত্রিপুরা শাখার সম্পাদক মুতুম অমিত সিং। তিনি জানান বিশ্ব মিথেই কাউন্সিল ত্রিপুরা শাখার প্রতিনিধিরা খাদ্য সামগ্রী নিয়ে মনিপুরে শরণার্থী শিবিরে ছুটে যায়। এবং শরণার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়। তিনি মনিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এক বছরেরও অধিক সময় ধরে মনিপুরে অশান্তি চললেও সেখানে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় নি। তাই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে মনিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক সরকার।