স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : রাজ্যের ছাত্র-ছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করে চলেছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ এর ১০৭ টি স্কুলকে বন্ধ করে বড় স্কুল গুলোর সঙ্গে এই স্কুলগুলোকে একত্রিত করে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার একটি প্রচেষ্টা সংগঠিত প্রয়াস করছে।
ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এন.এস.ইউ.আই -এর তীব্র নিন্দা করেছে। বুধবার এর বিরোধিতা করার পাশাপাশি এন.এস.ইউ.আই -এর তরফে দাঁড়ানো হয়েছে এমন ৯৫ টি স্কুল রয়েছে যেখানকার ছাত্র-ছাত্রী বড় স্কুলগুলোতে আসতে নানা সমস্যার সম্মুখীন হবে। শেষ পর্যন্ত দেখা যাবে এই ৯৫ টি স্কুলের ছাত্রছাত্রীরা পঠন পাঠন থেকে বঞ্চিত হবে। এদিন এন.এস.ইউ.আই -এর একটি প্রতিনিধি দল বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটি দাবি সনদের প্রতিলিপি তুলে দেয়। তাদের দাবি রাজ্য সরকারকে এই প্রচেষ্টা থেকে ফিরে আসতে হবে।