স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : উদয়পুর ফুলকুমারী নব শক্তি ক্লাব সংলগ্ন এলাকায় এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে ভাড়া থাকে দুইটি পরিবার। তার মধ্যে এক পরিবারে স্বামী স্ত্রী ও ১১ বছরের এক কন্যা রয়েছে। দম্পতি কাজের সন্ধানে প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। পাশের ভাড়াটিয়া মহিলার কাছে নিজের মেয়েকে রেখে যান।
এইদিকে ভাড়া বাড়ির মালিকের স্ত্রী, ছেলে ও ছেলের বৌ কিছুদিন ধরে বাড়িতে নেই। এরই মধ্যে ভাড়া বাড়ির মালিকের কুনজর পড়ে ভাড়াটিয়ার ১১ বছর বয়সী নাবালিকার প্রতি। অভিযোগ রবিবার ভাড়া বাড়ির মালিক ভাড়াটিয়ার নাবালিকা মেয়েকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে পোশাক খুলে শ্লীলতাহানি করেছেন। কিন্তু নাবালিকা মা-বাবাকে এই বিষয়ে কোন কিছু জানায় নি।
সোমবার ফের একবার ভাড়া বাড়ির মালিক ভাড়াটিয়ার ১১ বছর বয়সী নাবালিকাকে নিজ ঘরে ডেকে নিয়ে গিয়ে পোশাক খুলে শ্লীলতাহানি করেন। এইদিন ঘটনা দেখে ফেলেন বাড়িতে থাকা অপর ভাড়াটিয়া মহিলা। সাথে সাথে তিনি নাবালিকাকে ডেকে নিজের ঘরে নিয়ে আসেন। এবং নাবালিকার কাছে জানতে চান ভাড়া বাড়ির মালিক তার সাথে কি করেছে। তখন নাবালিকা সবকিছু জানায়। সে আরও জানায় রবিবারও ভাড়া বাড়ির মালিক তার সাথে একই ধরনের ঘটনা করেছে। পরবর্তী সময় নাবালিকার মা-বাবা বাড়িতে আসলে ঘটনার বিষয়ে তাদেরকে জানানো হয়। নাবালিকার মা-বাবা তখন ঘটনার বিষয়ে এলাকার লোকজন সহ স্থানীয় ক্লাবকে জানায়। এলাকার লোকজন অভিযুক্তর বাড়ির সামনে ভিড় জমায়। খবর দেওয়া হয় আর.কে পুর মহিলা থানার পুলিশকে। পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত বাড়ির মালিককে আটক করে থানায় নিয়ে যায়। নাবালিকার মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। এইদিকে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার পর নাবালিকাকে সাথে নিয়ে নাবালিকার মা-বাবা আর.কে পুর মহিলা থানায় ছুটে যায়। এবং অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।