Saturday, March 22, 2025
বাড়িরাজ্যবিজেপি অবহেলা করেছিল কৃষকদের, তাই লোকসভা নির্বাচনে কৃষকরা মুখ্য জবাব দিয়েছে বিজেপিকে...

বিজেপি অবহেলা করেছিল কৃষকদের, তাই লোকসভা নির্বাচনে কৃষকরা মুখ্য জবাব দিয়েছে বিজেপিকে : পবিত্র কর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : দেশের প্রতিবাদী কৃষকদের অভিনন্দন জানালেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। সোমবার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষকদের নিয়ে যথেষ্ট উদাসীন। যার কারনে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ৩৮ টি আসনে বিজেপি -কে পরাস্ত করেছে কৃষকরা। কারণ সেসব এলাকায় বিজেপি অবহেলা করেছিল কৃষকদের।

 তাই ফলাফলে দেখা গেল পাল্টা কৃষকরাও অবহেলা করেছে বিজেপিকে। এমনটাই বললেন পবিত্র কর। তিনি বলেন, কৃষকদের জন্য এই সরকার প্রায় দেড় শতাধিক আসনে ভালো ফলাফল করতে পারেননি। শেষ পর্যন্ত ২৪০ টি আসন নিয়ে এন ডি এ সরকার গড়তে হয়েছে বিজেপিকে। কিন্তু তারপরও ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে বিরোধীদের কন্ঠ রোধ করার চেষ্টা করছে বিজেপি। তৃতীয়বার সরকারের প্রতিষ্ঠিত হয়ে দেশবাসীকে বিভিন্ন পরীক্ষা কেলেঙ্কারি ও চাকরি কেলেঙ্কারি উপহার দিচ্ছে বিজেপি। এতে করে দেশের ছাত্র-ছাত্রী ও যুবক যুবতীদের জীবন বিপন্ন। বিশ্বের কোন দেশে এত বড় কেলেঙ্কারি কখনো হয়নি বলে অভিমত ব্যক্ত করেন পবিত্র কর। লোকসভার ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, জনগণের কথা অমান্য করলে এ রাজ্য একই অবস্থা হবে বিজেপি -র। বিগত কয়েক মাসে রাজ্যে তিনটি বিপর্যয় হয়েছে। বিপর্যয়গুলির মধ্যে বড় ক্ষতি হয়েছে রাজ্যে কৃষকদের। কৃষিমন্ত্রী, মুখ্য সচিব থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বর্তমান পরিস্থিতির কথা অবগত করে সহযোগিতার দাবি জানালেও এখন পর্যন্ত কোনো সহযোগিতা মেলেনি। এবং উদ্বেগ জনক বিষয় হলো জলসেচগুলি মুখ ফোঁকড়ে পড়েছে। সমস্ত জল সেঁচে উৎস অচল হয়ে আছে। এ সরকারের এত উদাসীনতার কারণে কৃষকরা আজ বিপন্ন বলে তীব্র নিন্দা জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব রতন দাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য