স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : পানীয় জল সরবরাহ এবং কৃষি ক্ষেত্রে জলসেচের সঙ্গে যুক্ত পাম্প অপারেটরদের দীর্ঘদিনের সমস্যার সহ মোট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সি আই টি ইউ এর একটি প্রতিনিধি দল পঞ্চায়েত অধিকর্তার হাতে দাবী সনদের একটি প্রতিলিপি তুলে দেয়।
ডেপুটেশন প্রদানকারী দলটি জানায় পাম্প অপারেটরদের অবস্থা খুবই করুন। তাদের কাজের কোন নির্দিষ্ট সময় নেই। মজুরি ও একেবারে কম। প্রায় ১০০ জন পাম্প অপারেটরকে বল পূর্বক ছাঁটাই করা হয় বলে অভিযোগ তাদের। বলপূর্বক ছাটাই এর বিরুদ্ধে শ্রমিকরা আদালতে গেলে শ্রমিকরা জয়ী হলেও তাদেরকে বহু জায়গায় পুনরায় নিয়োগ করা হচ্ছে না।