স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যেও সরব হয়েছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। সোমবার বিকেলে এস এফ আই, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ এবং টি এস ইউ -র যৌথ উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে। এবং অভিযোগ তুলে বলেন মোদির শপথের দশ দিনে শিক্ষার ক্ষেত্রে চারটি বৃহৎ কেলেঙ্কারি হলো নীট ইউ.জি, নীট ইউ.জি.সি, নেট সি.এস.আই.আর, নেট পি.জি। ছাত্র যুব ভবন থেকে এদিন বিক্ষোভ মিছিলকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।
তিনি বলেন, দেশের বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন। গত ১৫ দিনে একের পর এক প্রবেশিকা পরীক্ষায় নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এবং কেলেঙ্কারির ঘটনা সামনে চলে এসেছে। পাশাপাশি একের পর এক পরীক্ষা এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে। ফলে বহু ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ আজ বিপাকে। প্রথম পর্যায়ে এই দুর্নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শিক্ষামন্ত্রী। কিন্তু পরবর্তী সময় এই দুর্নীতির কথা তিনি নিজে স্বীকার করেছেন। তাই বামপন্থী চারটি ছাত্র ও যুব সংগঠন দাবী করছে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। এর সাথে যারা এই ঘটনায় প্রকৃত দোষী রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন জাতীয় শিক্ষা নিতি ২০২০ নাম করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই সরকার। এর বিরুদ্ধে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহল যাতে এক যোগ হয়ে লড়াইয়ে সামিল হয় তার জন্য আহ্বান জানান তিনি।