Monday, March 17, 2025
বাড়িরাজ্যরহস্য জনক ভাবে মৃত্যু এক বন্য হাতির

রহস্য জনক ভাবে মৃত্যু এক বন্য হাতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : অমরপুর-উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় রহস্য জনক ভাবে মৃত্যু এক বন্য হাতির। ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে অমরপুর-উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় বন্য হাতির দল রাস্তা বন্ধ করে দেয়। এতে রাস্তার দুই দিকে আটকে পরে ছোট বড় বহু যানবাহন। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাজি পটকা পুড়িয়ে বন্য হাতি গুলিকে ছত্র ভঙ্গ করে দেয়।

তারপর ফের যান চলাচল স্বাভাবিক হয়। সোমবার সকালে গান্ধারী এলাকার কিছু লোক লাকড়ি সংগ্রহ করতে জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে তারা দেখতে পায় একটি বন্য হাতি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। হাতিটির মৃত্যু হয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের এক কর্মী জানান প্রাথমিক ভাবে ধারনা করে হচ্ছে বিদ্যুৎ-এর ছোবলে মৃত্যু হয়েছে হাতিটির। কারন মাটি থেকে ৭ থেকে ৮ ফুট উপরে রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার। ধারনা করা হচ্ছে হাতির সুর বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যাওয়া ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাতিটির। এইদিকে রহস্য জনকে ভাবে বন্য হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বন দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দৌর ঝাপ শুরু হয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য