Friday, December 27, 2024
বাড়িরাজ্যকর্মচারীদের উপর দুষ্কৃতিদের হামলার প্রতিবাদে সরব ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি

কর্মচারীদের উপর দুষ্কৃতিদের হামলার প্রতিবাদে সরব ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : কৈলাসহরের গৌরনগর ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে কর্মচারীদের উপর দুষ্কৃতিদের হামলার প্রতিবাদে সরব হল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। শুক্রবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজধানীর প্যারাডাই চৌমুহনিতে। উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির রাজ্য সম্পাদিকা মহুয়া রায় সহ অন্যান্যরা।

 বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদিকা মহুয়া রায় বলেন কৈলাসহরের গৌরনগর ব্লকে কর্মচারীরা কাজ করার সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতিরা। অভিযুক্ত দুষ্কৃতিদের বিরুদ্ধে নাম সহকারে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই হামলার জন্য তিনি শাসক দলকে কাঠগড়ায় তুলেন। তিনি বলেন রাজ্যের উন্নয়নকে থমকে দেওয়ার জন্য শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরা এই হামলা চালিয়েছে। অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য