স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : বসত ঘরের উপর গাছ পড়ে ক্ষতিগ্রস্ত এক হত দরিদ্র মহিলা। ঘটনা সাব্রুম থানার অন্তর্গত সাব্রুম নগর পঞ্চায়েতের ৯ নং ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায়। এলাকার বাসিন্দা রিনা মজুমদার দত্ত-র বসত ঘরের উপর পড়ে গাছ। এতে রিনা মজুমদার দত্তর বসত ঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রিনা মজুমদার দত্ত জানান ওনার পাশেই বাড়ি পরিমল দেবনাথের। মৃত পরিমল দেবনাথের ছেলের সাথে ওনার দীর্ঘ দিন ধরে বিবাদ চলছে। কারন ওনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে দিচ্ছে না পরিমল দেবনাথের ছেলে। এই নিয়ে পরিমল দেবনাথের ছেলের সাথে ঝামেলা হয়। তখন পরিমল দেবনাথের ছেলে ওনাকে হুমকি দেয়।
রিনা মজুমদার দত্ত জানান তিনি মানুষের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে সংসার চালান। ওনার এক ছেলে রয়েছে। ওনার বাড়ির পাশে পরিমল দেবনাথের বাড়িতে একটি বড় গাছ রয়েছে। সম্প্রতি পরিমল দেবনাথের ছেলে সেই গাছটি বন দস্যুদের কাছে বিক্রয় করে। রিনা মজুমদার দত্তকে না জানিয়ে এইদিন বন দস্যুরা সেই গাছ কাটা শুরু করে মেশিন দিয়ে। রিনা মজুমদার দত্ত তখন অন্যের বাড়িতে কাজ করতে যান। ওনার একমাত্র ছেলে ঘরে ভাত খাওয়ার জন্য থালায় ভাত নেয়। সেই সময় বন দস্যুদের কাটা গাছ ওনার ঘরের উপর এসে পড়ে। এতে রিনা মজুমদার দত্তর ছেলে ঘরে জ্ঞান হারিয়ে ফেলে। এবং বসত ঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রিনা মজুমদার দত্ত দাবি জানান ওনার ঘর সহ আসবাবপত্র সবকিছু ঠিক করে দিতে হবে। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাব্রুম থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত পরিমল দেবনাথের ছেলে ও দুই বন দস্যুকে আটক করে থানায় নিয়ে যায়। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।