Friday, December 6, 2024
বাড়িরাজ্যপুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু বাড়ির মালিকের

পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু বাড়ির মালিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : সেকেরকোট দারোগা বাড়ি এলাকায় নিজ বাড়ির পুকুরের জলে ডুবে মৃত্যু মানিক সাহা নামে এক ব্যক্তির। স্নান করতে গিয়ে আচমকারী জলে ডুবে মৃত্যু বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। ঘটনা সেকের কোটের দারোগাবাড়ি এলাকায়। জানা যায়, শুক্রবার দুপুরের নাগাদ শেকেরকোট দারোগা বাড়ি এলাকার বছর ৬২ এর ব্যক্তি মানিক সাহা স্নান করতে যান তার বাড়ির ভেতরেই নিজেদের পুকুরে।

কিন্তু প্রায় ১৫-২০ মিনিট পর তিনি স্নান সেরে ঘরে ফিরে আসছেন না দেখে তার পরিবারের লোকজনেরা ঘর থেকে বের হয়ে ছুটে আসে পুকুর পাড়ে। মানিক সাহার স্ত্রী দেখতে পান  স্বামীর গামছা সহ পরনের নানা বস্ত্র পুকুর পাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার শুরু করেন। ঘর থেকে ছুটে আসে তার মেয়েও। ছুটে আসে পাড়া প্রতিবেশীরাও। খোঁজাখুঁজি শুরু হয় পুকুরে নেমে। দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ মিনিট পর পুকুর থেকে উদ্ধার করা হয় মানিক সাহাকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় আগরতলার জিবি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য