স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : রেলের ধাক্কায় গুরুতর আহত হানিফ মিয়া নামে এক রঙ মিস্ত্রি। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইছা বাজার সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তির স্ত্রী জানান, বাড়ির পাশে তিনি সন্ধ্যার সময় ঘুরতে বের হয়েছিলেন।
তখন রেলের ধাক্কায় গুরুতর আহত হয়। এলাকাবাসীর পক্ষ থেকে সাথে সাথে খবর দেয় পরিবারের লোকজনকে। তারা এসে দেখে রেললাইনের পাশে পড়ে আছে হানিফ মিয়া। তখন গাড়ি দিয়ে নিয়ে আসা হয় আইজিএম হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বাড়ি-পশ্চিম ডুকলি এলাকায়। বয়স ৬০ বছর।