স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : রাজধানীর যোগেন্দ্র নগর রেল স্টেশনে বিদ্যুৎ সংস্পর্শ হয়ে গুরুতর আহত বহিঃরাজ্যের এক বিদ্যুৎ কর্মী। আহত বিদ্যুৎ কর্মীর নাম শাহিনদার সিং। বয়স ২৭। জানা যায়, শুক্রবার রেল স্টেশনে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করতে গিয়ে আচমকা বিদ্যুতের সংস্পর্শে আসে। তখন আশেপাশে কেউ ছিলনা।
পরে তার চিৎকারে ছুটে আসে অন্যান্য বিদ্যুৎ কর্মীরা। উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত বিদ্যুৎ কর্মী। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে সহকর্মীরা কিছুই বলতে পারছে না। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যোগেন্দ্রনগর রেলস্টেশন চত্বরে।