স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : ২১ জুন অর্থাৎ শুক্রবার দশম আন্তর্জাতিক যোগা দিবস। যোগা সামনে রেখে বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় জানান, শুক্রবার রাজ্য ভিত্তিক যোগা দিবস অনুষ্ঠিত হবে রাজধানীর হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। প্রতিটি জেলা ও মহকুমা স্তরেও আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হবে। রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা সহ অন্যান্যরা।
এই বছর আন্তর্জাতিক যোগা দিবসের থিম হচ্ছে যোগা নিজের জন্য এবং সমাজের জন্য। যোগা শুধুমাত্র শরীর ও মন ভালো রাখার জন্য নয়। খেলা ধুলার জন্যও যোগা প্রয়োজন, ইতিমধ্যে রাজ্যের ছেলে মেয়েরা তা প্রমান করে দিয়েছে। যোগা প্রতিযোগিতায় রাজ্যের ছেলে মেয়েরা দেশের মধ্যে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিক সম্মেলনে আরও জানান রাজ্য ভিত্তিক যোগা দিবসে প্রায় তিন হাজার লোক উপস্থিত থাকবে। মুখ্যমন্ত্রী সকাল ৯ টায় রাজ্য ভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হবেন।
রাজ্যের অঙ্গনওয়ারী কর্মী সহায়িকাদের গ্রেচুইটি প্রদানের বিষয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী। তিনি জানান আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে শুক্রবার মিলেটস-এর বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে মিলেটস-এর প্রদর্শনীর আয়োজন করা হবে। রাজ্যে মিলেটস-এর উৎপাদন ও চাহিদা বৃদ্ধি পেয়েছে। মিলেটস খেলে মানুষের আয়ু বৃদ্ধি পায় বলে জানান তিনি।