Monday, March 17, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর কাছে মেয়ের হত্যার বিচার চাইলেন অসহায় পিতা

মুখ্যমন্ত্রীর কাছে মেয়ের হত্যার বিচার চাইলেন অসহায় পিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : তদন্তকারী পুলিশ অফিসারের দুর্বল ধারার কারণে বেকাসুর গৃহবধূ খুনের ঘটনায় জড়িত অভিযুক্তরা। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিচার চাইলেন মৃত গৃহবধুর পিতা। মৃত গৃহবধূর নাম অনুমতি সরকার। জানা যায়, গত ৮-১০ বছর আগে সূর্যমনিনগর বিধানসভার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার মতিলাল সরকারের মেয়ে অনুমতি সরকারকে কমলা সাগর বিধানসভার অন্তর্গত মধুপুর বজেন্দ্রনগর গোডাউন সংলগ্ন নির্মল চৌধুরীর ছেলে চন্দন চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল।

 বিয়ের পর তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু শশুরবাড়ির সকলে তাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। গত পাঁচ বছর আগে গৃহবধূ অনুমতি সরকারের স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর শাশুড়ি মায়া রানী চৌধুরী, ননদ সান্তনা চৌধুরী, দেবর তাপস চৌধুরী, পিন্টু চৌধুরী গৃহবধূকে ঘরের পেছনে গাছের সাথে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করে বলে অভিযোগ।

গৃহবধূর বাবা মতিলাল সরকার মধুপুর থানায় অভিযুক্ত শাশুড়ি সহ বাকীদের বিরুদ্ধে লিখিত খুনের মামলা দায়ের করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর তাপস চৌধুরী বেশ কয়েক মাস জেল হেফাজতেও ছিল। তবে মধুপুর থানার মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তদের সাথে গোপন বোঝাপড়ার ফলে অভিযুক্ত সকলকে ছেড়ে একজন দেবরকে মাত্র গ্রেফতার করেছিল। তার নাম তাপস চৌধুরী। পরে পুলিশের দুর্বল ধারার কারণে অভিযুক্তরা বেকাসুর হয় বলে জানান তিনি। মৃত গৃহবধূর পিতা মতিলাল সরকার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বহু কষ্ট করে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মেয়ের এই মৃত্যু কখনো কাঙ্খিত ছিল না। মুখ্যমন্ত্রী যদি যায় তাহলে এর সুষ্ঠু বিচার করে দেখাতে পারেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য