Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যনেট পরীক্ষার অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাম...

নেট পরীক্ষার অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাম ছাত্র সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : গত ১৮ জুন দু’টি অর্ধে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লক্ষ শিক্ষার্থী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ -এর জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে আসে। তার পরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’। এই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক।

 পাশাপাশি জানানো হয়, নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। এই ঘোষণার পর সারা দেশের মতো রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএমের দুটি ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ প্রতিবাদে শামিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্র যুব ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিল থেকে দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে প্যারাডাইস চৌমুহনি এলাকায় কুশ পুত্তলিকা পুড়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি বলেন, গত মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়েছিল। পরে সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে যত পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তাদের এ ধরনের দুর্নীতির কারণে আগে থেকেই সরব হয়ে প্রতিবাদে সামিল হয়েছে এসএফআই এবং টি এস ইউ। শুধু রাজ্যেই নয় সারা দেশ জুড়ে সোচ্চার হয়েছে এই দুই সংগঠন। তিনি আরো বলেন, জাতীয় শিক্ষানীতি অপরিণাম দর্শী সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে। শিক্ষাক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, দেশে কি বিপন্ন শিক্ষা ব্যবস্থায় প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশ পুত্তলিকা পুড়ে প্রতিবাদ জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য