Monday, March 24, 2025
বাড়িরাজ্যজঙ্গল থেকে উদ্ধার গরু বুঝাই দুটি গাড়ি সহ তিনটি মৃত গরু, জীবিত...

জঙ্গল থেকে উদ্ধার গরু বুঝাই দুটি গাড়ি সহ তিনটি মৃত গরু, জীবিত অবস্থায় উদ্ধার ২৭ টি গরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : গভীর জঙ্গল থেকে উদ্ধার গরু বোঝাই দুইটি বুলেরো গাড়ি। ঘটনা টাকারজলা থানার অন্তর্গত গোলাঘাটি নোয়াবাদী এলাকায়। গাড়ি দুইটি থেকে উদ্ধার তিনটি মৃত গরু সহ মোট ২৭ টি গরু। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকালে গোলাঘাটি নোয়াবাদী এলাকার লোকজন এলাকার জঙ্গলে গরুর ডাক শুনতে পায়। তখন এলাকার লোকজন জঙ্গলে গিয়ে দেখতে পায় TR-01AR-1856 ও TR-03K-1937 নাম্বারের দুটি বুলেরো গাড়ি জঙ্গলের অভ্যন্তরে দাড়িয়ে রয়েছে।

গাড়ি দুইটির সামনে লেখা রয়েছে অন ডিউটি রাবার বোর্ড। গাড়ি দুইটির অভ্যন্তরে ৩টি মৃত গরু সহ মোট ২৭ টি গরু রয়েছে। সাথে সাথে এলাকাবাসীরা খবর দেয় টাকারজলা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এলাকাবাসীদের ধারনা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই গবাদি পশু গুলি চুরি করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা গরু বোঝাই গাড়ি দুইটি গভীর জঙ্গলে রেখেছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছেন টাকারজলা থানার পুলিশ। তবে অপরদিকে সূত্রে খবর পুলিশকে ম্যানেজ করে চলছে এ ধরনের গরু পাচার। তাই পুলিশ প্রশাসন সম্পূর্ণ নির্বিকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য