স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুন : মহকুমা শাসকের দরজার কড়া নেড়ে জবাব মিলছে না বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপঙ্কর সেনের। তিনি অভিযোগ তুলেন, গত দু’মাস আগে শিলা বৃষ্টিতে ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পশ্চিম পাইখোলা, উত্তর ভারত চন্দ্রনগর, কলাবাড়ি ও মনোমুখ এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। মানুষের বাড়ির টিনের ছাউনি শিলা বৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অধিকাংশই জনজাতি পরিবারের এবং গরিব অংশের মানুষ।
তাদের ক্ষতি এতটা হয়েছে যে বৃষ্টি আসার পর বাড়ির শিশুটিকে নিয়ে পর্যন্ত পাশের বাড়িতেও আশ্রয় নিতে পারছে না। তাদের সহযোগিতার জন্য বিলোনিয়া মহকুমা শাসকের কাছে আবেদন করেছিল। তারপর মহকুমা শাসকের সাথে কথা হয়েছিল তাদের সহযোগিতা করার জন্য। তখন মহাকুমার শাসক বলেছিলেন নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় এখন তাদের সহযোগিতা করা যাবে না। পরবর্তী সময় যখন মহাকুমা শাসকের সাথে কথা বলতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন নয় শতাধিক মানুষকে সহযোগিতা করা হয়েছে। কিন্তু এলাকায় গিয়ে যখন পরবর্তী সময় খোঁজ নেওয়া হয় তখন দেখা যায় নয়জনও সহযোগিতা পায়নি। তারপর আজকে মহকুমা শাসকদের সাথে পুনরায় দেখা করে তথ্য লোপাট করার বিষয়ে অবগত হতে গেলে মহকুমা শাসক না থাকার কারণে কোন কিছু জানতে পারে নি। তারপর মহকুমা শাসক অফিসে যারা উপস্থিত ছিল তাদের সাথে কথা বলে সহযোগিতা করার জন্য বলা হয়েছে বলে জানান বিধায়ক দীপঙ্কর সেন।