Thursday, March 27, 2025
বাড়িরাজ্যচিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালে

চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুন : রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জিবি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুললো রোগীর পরিবার। মৃত রোগীর নাম বাসুদেব পাল (৩৫)। অভিযোগ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে বহিঃরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে দেয় নি। রোগীকে হাসপাতালে শয্যায় বেঁধে রেখে বলা হয়েছিল সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়ে রোগী।

 জানা যায়, ১৫ দিন আগে সাব্রুমের বাসিন্দা বাসুদেব পাল নামের এক রোগীকে ভর্তি করা হয়েছিল জিবি হাসপাতালে। শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে রেফার করে জিবি হাসপাতালে আনা হয়েছিল তাকে। অতিরিক্ত নেশা সেবনের কারণে মানসিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। যার কারণে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু জিবি হাসপাতালে আনার পর মাঝে প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তখন তাকে শিলচরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন তার স্ত্রী। তখন তাকে শিলচর নিয়ে যাওয়ার জন্য ছুটি চাইলে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দেয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের। বুধবার এই রোগী মৃত্যুর কোলে পরে ঢলে পড়ে।

তারপর চিকিৎসকে বিরুদ্ধে আঙ্গুল তুলে এ বিষয়ে জানান, রোগীর পরিবারের লোকজন। তাদের অভিমত যদি সঠিক সময়ের মতো জিবি হাসপাতালে চিকিৎসক রেফার করতেন তাহলে হয়তো বেঁচে যেত বাসুদেব পাল। বুধবার মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবারের লোকজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য