Friday, December 27, 2024
বাড়িরাজ্যপিস্তল উদ্ধার ঘিরে চাঞ্চল্য সোনামুড়ায়

পিস্তল উদ্ধার ঘিরে চাঞ্চল্য সোনামুড়ায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুন : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত বেজিমারা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়ি থেকে উদ্ধার হয় পিস্তলটি। সোনামুড়া থানার ওসি জানান সোনামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেজিমারা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে।

সেই সংবাদের উপর ভিত্তি করে সোনামুড়া থানার পুলিশ বুধবার ভোরে আবুল কালামের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাসি অভিযানের সময় পরিবারের সকলে বাড়িতে থাকলেও আবুল কালাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় আবুল কালামের বাড়িতে থাকা মাটির চুল্লি থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল। পিস্তলটি দুইটি গুলি সহ একটি প্লাস্টিকের প্যাকেট ছিল। আবুল কালাম পালিয়ে গেলেও পুলিশ আবুল কালামের স্ত্রীকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। জানা যায় কাঠালিয়া ব্লকের বিডিও-কে হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা রয়েছে আবুল কালামের বিরুদ্ধে। এখন দেখার পুলিশ আবুল কালামকে জালে তুলতে পারে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য