স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন করে আরো দশটি কোর্স চালু করা হয়েছে এম বি বি বিশ্ববিদ্যালয়ে। এরমধ্যে ৪ টি কোর্স হচ্ছে সার্টিফিকেট কোর্স। এই কোর্সের সময়সীমা হচ্ছে ৬ মাস। আর বাকী ৬ টি কোর্স হবে ডিল্পোমা কোর্স। সোমবার সাংবাদিক সম্মেলন করে নতুন কোর্স চালুর বিষয়ে ঘোষণা দেন এম বি বি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডা সত্যদেও পোদ্দার।
তিনি জানান ৪ টি সার্টিফিকেট কোর্সের মাধ্যমে যুবক যুবতীরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভর হতে পারবে। সে অনুযায়ী এই কোর্স গুলি চালু করা হয়েছে। এই সার্টিফিকেট কোর্স গুলি হল ইন্টার প্রেনারশিপ ডেভলাপমেণ্ট, জোগা, ভিডিও প্রোডাকসন এবং অর্গানিক ফার্মিং। কেবল কোর্স চালু করলেই চলবে না তাঁর মাধ্যমে স্ব রোজগারি করে তোলার প্রয়াস নিতে হবে। সেই লক্ষ্যে পৌছাতে পারলে এম বি বি বিশ্ব বিদ্যালয় একটা বিশেষ স্থান দখল করতে পারবে। সেই উদ্দেশ্যে গত বছর ৪ টি কোর্স চালু করা হয়। তার মধ্যে জি এস টি কোর্সে অনেক ছাত্র ছাত্রী ভর্তি হয়। তাদের পড়াশুনা শেষ করার আগেই বেশ কিছু জনের চাকুরী হয়ে গেছে। এটা রাজ্য সরকারের আত্মনির্ভর রাজ্য গড়ার লক্ষ্যে সহায়ক হবে বলে জানান তিনি।