Sunday, November 24, 2024
বাড়িরাজ্যআজ মহাষষ্ঠী

আজ মহাষষ্ঠী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সোমবার মহাষষ্ঠী। দেবীর বোধন। ঢাক ও কাঁসরের  আওয়াজে গমগম করছে চতুর্দিক। যদিও করোনার কারণে গত বছরের মতো এবারও দুর্গাপুজো নিয়ে একাধিক বিধি নিষেধ রয়েছে। তবুও উৎসবের আবহে গা ভাসিয়েছে বাঙালি। পৌরাণিক কাহিনি অনুসারে, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর চার সন্তান – সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্ত্যে অবতরণ করেন।

এই দিন মায়ের বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়। এই তিথিতে দেবী দুর্গা পূজিত হন মা কাত্যায়নী রূপে। পৌরাণিক কাহিনী অনুসারে, দেবীপক্ষের ষষ্ঠী তিথিতে দুর্গার বোধন করে পুজো করেন শ্রীরামচন্দ্র। বোধন শব্দটির অর্থ হল জাগ্রত করা। মর্ত্যে দেবী দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। এই দিন কল্পারম্ভ-এর মাধ্যমে সূচনা হয় পুজোর। তারপর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে মা-কে বরণ করে নেওয়া হয়। অকাল বোধনের মাধ্যমেই উন্মোচন করা হয় মায়ের মুখ। এরপরই মহা সমারোহে শুরু হয় দুর্গাপুজো। এই দিনটি বাঙালি হিন্দু ঘরের মায়েদের কাছে একটি বিশেষ দিন। কারণ, মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে উমার দ্বারস্থ হন। সন্তানের সমৃদ্ধির জন্য উপোস করে অঞ্জলি দেওয়ার মাধ্যমে প্রার্থনা করে থাকেন মায়েরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য