Saturday, March 22, 2025
বাড়িরাজ্যপানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে চাকমা ঘাট পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে...

পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে চাকমা ঘাট পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে চাকমা ঘাট পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলো গ্রামবাসী। ঘটনা মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায়। এলাকাবাসীর বক্তব্য, সরকার আসে সরকার বদলায়, প্রতিশ্রুতি ফুলঝুড়ি। ২০১৮ সালের আগে সরকার পরিবর্তনের প্রাক্কালে বিজেপি দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি -র নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাট সংস্কার করা হবে এবং পানীয় জলের বন্দোবস্ত করা হবে।

কিন্তু দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত হয়ে গেল এখন পর্যন্ত সমস্যার সমাধান হয় নি। বহুবার পঞ্চায়েতে এবং এলাকার জনপ্রতিনিধিদের অবগত করা হলেও তারা বিষয়টি তেমনভাবে গুরুত্ব দেয়নি। শুধু আশ্বাস দিয়ে চলেছে। রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। যার ফলে তাদের দীর্ঘ দিন ধরে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পড়ে আহত হয়েছে। এমনকি অনেকের পা পর্যন্ত ভেঙে গেছে। একজন রোগীকে এ রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। কারণ গাড়ি প্রবেশ করতে পারে না রাস্তা দিয়ে। শেষ অব্দি কাধে করে রোগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে। এ বিষয়গুলির সম্পর্কে এলাকার জনপ্রতিনিধিদের জানিয়ে কোন কাজ না হওয়ায় মহকুমা শাসককেও জানানো হয়েছিল। কিন্তু রাস্তাটি সংস্কার করার উদ্যোগ কেউই নিচ্ছে না। যার ফলে মঙ্গলবার একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসী চাকমাঘাট পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য