Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যগাঁজা পাচারকারীকে আটক করল পুলিশ

গাঁজা পাচারকারীকে আটক করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : আগরতলা থেকে পাটনা ও দিল্লিতে গাঁজা পাচার করতে গিয়ে আগরতলা সহকারি রেল পুলিশের হাতে আটক যুবক। তার নাম রামু কুমার। সে বিহারের বাসিন্দা। সম্প্রতি আগরতলায় আসে গাঁজা ক্রয় করে পাচার করার জন্য। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল অভিযুক্ত যুবক রামু সোমবার গাঁজা পাচার করবে। সে মোতাবেক পুলিশ উৎ পেতে বসে থাকে আগরতলা রেলস্টেশনে।

 অভিযুক্ত যুবক আগরতলা – পাটনা ট্রেন দিয়ে রওয়ানা হতে সোমবার দুপুরে নাগাদ পৌঁছায় আগরতলা রেল স্টেশনের পার্সেল গেইটে। তখন তাকে আটক করে তল্লাশি চালাতেই উঠে আসে ১৮ প্যাকেট শুকনো গাঁজা। এর মধ্যে ছিল পার ২১ কেজি শুকনো গাঁজা। পুলিশ প্রাথমিকভাবে তার কাছ থেকে জানতে পারে গাঁজাগুলি দিল্লি ও বিহার পাচার করার জন্য চেষ্টা করেছিল সে। অভিযুক্তের বিরুদ্ধে এন ডি  পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য