Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যপঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করল কংগ্রেস, দাবি করলো নিরাপত্তার

পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করল কংগ্রেস, দাবি করলো নিরাপত্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে। কিন্তু রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। এর জন্য উদ্বিগ্ন দল। আগামী দিনে এর বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিবাদে শামিল হবে কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আয়োজিত বৈঠকে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ, জেলা সভাপতি ও বিভিন্ন সংগঠনের পদাধিকারীদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো জানান, ত্রিপুরার রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিবেশ নেই। গত পঞ্চায়েত নির্বাচনে নব্বই শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। ভয় ভীতি প্রদর্শন করে ও সন্ত্রাস করে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দান করা হয়। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন প্রার্থীদের যেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্যারা মিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন করার দাবি জানান তিনি। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রদেশ কংগ্রেস প্রস্তুত। বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এইদিনের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য