Thursday, October 10, 2024
বাড়িরাজ্যজিবি বাজার এলাকার রাস্তা ও ড্রেইনের কাজ পরিদর্শন করলেন মেয়র

জিবি বাজার এলাকার রাস্তা ও ড্রেইনের কাজ পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : বুধবার ৭ রামনগর বিধানসভা এলাকার বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করার আগে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার রাজধানীর জিবি বাজার এলাকার রাস্তা ও ড্রেইনের কাজ পরিদর্শন করেন। ২০২৩ সালে জিবি বাজার এলাকার রাস্তা প্রশস্ত করার কাজ শুরু করা হয়। যথারীতি যারা সরকারি জায়গায় বসে ব্যবসা করছিল, তাদেরকে উচ্ছেদও করা হয়।

 কিন্তু কাজ শুরু করার পর ফের কাজ থমকে যায়। কিছু কিছু দোকানদাড় জায়গা ছাড়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও জায়গা ছাড়েন নি। ফলে নতুন করে দেখা দেয় জটিলতা। অবশেষে সমস্যার সমাধান করার লক্ষ্যে নিগমের মেয়র দীপক মজুমদার এইদিন জিবি বাজার এলাকা পরিদর্শনে যান। সবকিছু সরজমিনে দেখার পর তিনি কথা বলেন জিবি বাজারের ব্যবসায়ীদের সাথে। মেয়র দীপক মজুমদার জানান জিবি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে। দ্রুততার সাথে যেন জিবি বাজার এলাকার রাস্তা প্রশস্ত করা যায় তার চেষ্টা করা হবে। একই সাথে রাস্তার পাশে কাভার ড্রেইন নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এইদিন আগরতলা পুর নিগমের মেয়রের সাথে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ, প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য