স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : মঙ্গলবার সাত সকালে উদয়পুর রাজারবাগ সুকান্ত পল্লী এলাকায় এক বাড়ির সামনে আপত্তিকর কোন জিনিস রাখায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার উদয়পুর রাজারবাগ সুকান্ত পল্লী তারন পাড়া এলাকা বাসিন্দা শ্যামল তারণের বাড়ির সামনে আপত্তিকর জিনিস দেখতে পায়। তারপর তিনি আশেপাশের লোকজনকে ডেকে বিষয়টি দেখার।
তারপর এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। ঘটনা সম্পর্কে শ্যামল তারন জানান, রাজার বাগ সুকান্ত পল্লী তারণ পাড়া এলাকায় দুই অংশের মানুষের মধ্যে কোনদিন বিবাদ সৃষ্টি হয়নি। কিন্তু এরই মধ্যে দুই অংশে মানুষের মধ্যে সুড়সুড়ি সৃষ্টি করতে মঙ্গলবার সকালে এ ধরনের ঘটনা সংগঠিত করেছে কিছু ষড়যন্ত্রকারী। এদিকে খবর পেয়ে ছুটে আসে রাধাকিশোর পুর থানার পুলিশ। পরে স্থানীয় এলাকাবাসীরা উত্তেজিত হয়ে দাবি জানায় যারা এই আপত্তিকর ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ এলাকাবাসীকে আশ্বস্ত করেছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কিন্তু গ্রামবাসী দাবি যারা এই ঘটনা সংগঠিত করে এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের যাতে গ্রেফতার করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।