Thursday, December 26, 2024
বাড়িরাজ্যঘুমের ওষুধ খেয়ে অকালে প্রাণ হারালো ২১ বছর বয়সে যুবক

ঘুমের ওষুধ খেয়ে অকালে প্রাণ হারালো ২১ বছর বয়সে যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : ড্রাগস ও ট্যাবলেটের নেশা ছাড়তে ঘুমের ওষুধ খেয়ে অকালে প্রাণ হারালো ২১ বছর বয়সে যুবক। জিবি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়লেন ছেলে হারা মা। মৃত যুবকের নাম আকাশ সরকার। বাড়ি সিধাই মোহনপুর সংলগ্ন কালিকামুড়া এলাকায়। মৃত যুবকের মা জানান, ছেলে দীর্ঘদিন ধরে নেশায় ডুবে থাকায় তাকে গত একমাস আগে নরসিংগড় স্থিত এক নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে ভর্তি করানো হয়।

সেখান থেকে কিছুদিন পর আকাশ বাড়ি চলে আসে। মাকে জানায় সে সুস্থ হয়ে গেছে। তারপর সে নিয়মিত নেশা ছাড়ার জন্য ঘুমের ওষুধ খেত। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশার চাহিদা থেকে দূরে থাকার চেষ্টা করেছে। কিন্তু গত তিন দিন আগে আচমকা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। বিছানা থেকে মাটিতে পড়ে যায় সে। তারপর তার মা সাথে সাথে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসক রেফার করেন জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানান, তার শরীরের নার্ভ কাজ করা বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কূলে ঢলে পড়ে আকাশ। একমাত্র ছেলেকে হারিয়ে জিবি হাসপাতালের মর্গের বাইরে কান্নায় ভেঙে পড়ে অসহায় মা। কিছুক্ষণ পর মৃত দেহ ময়না তদন্ত করে তুলে দেওয়া হয় মায়ের কাছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্থানীয়রা জানায়, এলাকায় কারা নেশার ট্যাবলেট বিক্রি করছে সেটা তারা বুঝে উঠতে পারছে না। যার কারণে তারা কাউকে সনাক্ত করতে পারছে না। এভাবে চলতে থাকলে আরো তরতাজা প্রাণ অকালে ঝরে যাবে বলে মনে পড়ছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য