Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনায় আহত ১

দুর্ঘটনায় আহত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : তেলিয়ামুড়া থানাধীন কড়ইলং পেট্রোল পাম্প সংলগ্ন  এলাকায় যাত্রীবাহী টটো ও লরির সংঘর্ষে পথ দুর্ঘটনা সংগঠিত হয়। এই দুর্ঘটনায় আহত হয় একজন। ঘটনা সোমবার বিকেলে। জানা যায়, TR01-AV-1641 নম্বরের দাঁড়িয়ে থাকা একটি লরিতে TR 06-3012 নম্বরের একটি টটো পেছনে ধাক্কা দেয়।

ফলে গুরুতর আহত হয় টটো’তে থাকা ৩৫ বছর বয়সী আজম মিঞা। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে আহত আজম মিঞাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য