স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : খোয়াই গৌড়নগর এলাকায় ঘরের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ। মৃত মহিলা নাম রমলা ঝাড়া(৪০)। ঘটনার বিবরনে জানা যায়, গৌরনগর এলাকার জনৈক্য পরিমল ঝরা প্রতিদিন পরিবারিক কলহের ছেড়ে তার স্ত্রী একসাথে ঝগড়া হতো। অন্যান্য দিনের মতো রবিবার সন্ধ্যা রাতে পরিমল ঝরা তার স্ত্রীকে বাড়ির সামনে রাস্তায় বেধড়ক মারধর করে মদমত্ত অবস্থায়।
মারধরের ফলে রক্তাক্ত হয় স্ত্রী।পরিমল ঝরার বাবার বাড়ীর বাঁশবাড়ি পাশের গ্রামে। স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থা পরিমল ঝরা তার বাবা মঙ্গল ঝরা বাড়িতেই রেখে দিয়ে নিজ বাড়িতে চলে আসে। সোমবার ভোরবেলা পরিমল ঝরা বাবা মঙ্গল ঝরা খবর দেয় রমলার মৃত্যু হয়েছে। তখন সময় পরিমল ঝরা ও তার বড় ভাই গণেশ ঝরা মৃতদেহ পরিমলের বাড়িতে এনে রেখে দেয়। তখন প্রতিবেশী মৃত দেহ দেখে খোয়াই থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃত মহিলার স্বামী পরিমল ঝরাকে গ্রেপ্তার করে পুলিশ তদন্ত শুরু করেছে।