স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : বুধবার চাঁদের হাট বসেছে রূপসী থিয়েটারে। এদিন দ্য কাশ্মীর ফাইল দেখতে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভায় অন্যান্য সদস্যরা। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক সহ বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এবং অন্যান্য নেতারা সিনেমা হলে যান কাশ্মীর ফাইল দেখার জন্য।
জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের সাংসদদের প্রতি আহবান রেখেছিলেন সত্য জানার জন্য যেন সবাই কাশ্মীর ফাইলস দেখেন। সেই আহ্বানের প্রভাব দেখা যাচ্ছে ত্রিপুরাতেও। এদিন মুখ্যমন্ত্রী সিনেমা দেখতে গিয়ে জানান, জম্মু কাশ্মীরে পণ্ডিতদের উপর কিভাবে আক্রমণ নামে আনা হয়েছিল তা তুলে ধরা হয়েছে সিনেমায়। এর জন্য সিনেমা তৈরীর উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সকলকে জনপ্রিয় চলচ্চিত্র ছবিটি দেখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন জনপ্রিয় ছবিটি শুরু হওয়ার আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।