Thursday, March 28, 2024
বাড়িরাজ্য৬ দফা দাবি নিয়ে সরব অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন

৬ দফা দাবি নিয়ে সরব অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : বিগত ফেব্রুয়ারী মাস থেকে বহুবার মাদ্রাসাগুলির সমস্যা নিয়ে আই এস এবং জেলাস্তরে ডেপুটেশন প্রদান করছে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন। ১৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে মাদ্রাসা শিক্ষকদের জন্য সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী। বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন রাজ্য কমিটির সভাপতি আব্দুল আলিম।

 তিনি বলেন, রাজ্য সরকারের নিয়ম মেনেই এই মাদ্রাসা গুলিতে পঠন পাঠন চলছে। ১৯৯৬-৯৭ সালের চালু হওয়া প্রকল্পের অধীন রয়েছে মাদ্রাসা শিক্ষকেরা। তাদের দাবি, ত্রিপুরা এস পি কিউ ই এম এবং এস পি ই এম এম মাদ্রাসা শিক্ষকদের সমকাজে সমবেতন প্রদান করা, সর্বশিক্ষা শিক্ষকদের মধ্যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা, মাদ্রাসায় শূন্যপদ পূরণ করা। কারণ সরকারের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না। পূর্বে বহুবার রাজ্যে মন্ত্রীরা আশ্বস্ত করেছিলেন তাদের সমস্যাগুলো সমাধান করা হবে। কিন্তু দেখা গিয়েছে কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেল সমস্যার সমাধান হচ্ছে না। তাই সরকার যাতে তাদের জন্য ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগে এদিন ত্রিপুরা ওয়াকঅফ বোর্ডের চেয়ারম্যান প্রয়াত বাহারুল ইসলাম মজুমদারের স্মৃতিতে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য