স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুন : মানব পাচারে করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। এনআইএ হানা দেওয়ার পরেও পাচার চক্র কোনভাবেই দমন হচ্ছে না। রাজ্য পুলিশের চরম দুর্বলতার কারণে দিন দিন মানব পাচার মাথা চাড়া দিয়ে উঠছে। এবার মানব পাচারের সাথে যুক্ত এক যুবককে জালে তুলেছে পুলিশ। বিলোনিয়া মহকুমার মতাই এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ।
আটক যুবকের নাম জুটন দত্ত। তার বাড়ি বিলোনিয়া থানার অন্তর্গত মতাই এলাকায়। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান চারজন বাংলাদেশী মহিলা অবৈধ ভাবে সিমান্ত অতিক্রম করে রাজ্যে এসেছিল। পরবর্তী সময় তারা আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশের হাতে ধরা পরে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয় জিআরপি থানায়। ধৃত বাংলাদেশী মহিলাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর জানা যায় বিলোনিয়া থানার অন্তর্গত মতাই এলাকার বাসিন্দা জুটন দত্ত তাদেরকে রাজ্যে আসার ক্ষেত্রে সহযোগিতা করেছিল। সেই মোতাবেক বিলোনিয়া থানার সহযোগিতা নিয়ে অভিযুক্ত জুটন দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে গৌহাটিস্থিত এনআইএ শাখায়ও জুটন দত্তর বিরুদ্ধে একটা মামলা রয়েছে। রবিবার ধৃত জুটন দত্তকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।