স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুন : স্বামীর চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে আহত তরুণী গৃহবধূর মৃত্যু হলো জিবি হাসপাতালে। কান্নায় ভেঙে পড়ে গৃহবধূর পরিবারের লোকজন। মৃত গৃহবধূর নাম রাখি সাহা, বয়স ২৪ বছর, বাড়ি বিলোনিয়া মহকুমার রাজনগর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায়। মৃত গৃহবধূর স্বামীর নাম আশিস রায়। আশিস রায় জানান স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাইকে করে ডাক্তারের নিকট গিয়েছিলেন।
ডাক্তার দেখানোর পর স্ত্রীকে নিয়ে পুনঃরায় বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। এমন সময় বৃষ্টি আসে। স্ত্রী রাখি সাহা আচমকা ছাতা খুলে নেয়। ফলে প্রবল হাওয়ার কারন রাখি সাহা চলন্ত বাইকের পিছন থেকে পরে যায়। এতে রাখি সাহার মাথার পিছনে ফেটে যায়। সাথে সাথে আহত রাখি সাহাকে নিয়ে যাওয়া হয় বড়পাথরি হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় শান্তিরবাজারস্থিত জেলা হাসপাতালে। পরবর্তী সময় জেলা হাসপাতাল থেকে আশঙ্কা জনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। শনিবার গভীর রাতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাখি সাহার। রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। হাসপাতাল চত্বরে নেমে আসে শোকের ছায়া।