Sunday, October 27, 2024
বাড়িরাজ্য৯০ বছর বয়সী বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল দুই পাষন্ড...

৯০ বছর বয়সী বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল দুই পাষন্ড পুত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুন : সামাজিক অবক্ষয় চূড়ান্ত আকার ধারণ করেছে রাজ্যে। ৯০ বছর বয়সী বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল দুই পাষন্ড পুত্র। যে জগদ্ধাত্রী মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করে বড় করে তুলেছে সেই সন্তানরা আজ মাকে বাড়ি ছাড়া করেছে। এই ঘটনাটি আগরতলা শহরে জিবি ভালোকিয়া লুঙ্গা এলাকায়। বৃদ্ধার নাম জোৎস্না মালাকার। এলাকাবাসী অভিযোগ গত দু মাস আগে এলাকার বাসিন্দা রঞ্জিত মালাকার এবং মনিন্দ্র মালাকার দুজনে তার মায়ের জিনিসপত্র বাড়ির বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে বাড়ি থেকে বের করে দেয় মাকে। দিশেহারা বৃদ্ধ শেষ পর্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে ঠাঁই নেওয়ার জন্য চেষ্টা করে।

কিন্তু কারো এখানেই ঠাঁই পেলেন না এই জগদ্ধাত্রী মা। শেষ পর্যন্ত এক নিকটবর্তী আত্মীয় বাড়িতে নিয়ে রাখেন। কিন্তু কয়েকদিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এই বৃদ্ধা। তখন হাসপাতালে গিয়ে মাকে দেখে পর্যন্ত আসেনি দুই পুত্র। তারপর নারায়ণ মালাকার নামে বৃদ্ধার ভাই নিয়ে আসে দোকানে। গত কয়েকদিন ধরে দোকানের এক কোণে বসবাস করছেন তিনি। রবিবার সকালে এলাকাবাসী অভিযুক্ত দুই পুত্র সাথে কথা বলে মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন। কিন্তু দুই পাষণ্ড তাদের মাকে বাড়ি ফিরিয়ে নিতে চায় নি। তারপর এলাকাবাসী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবী জানিয়েছেন যেহেতু দুই ছেলে তাদের মাকে শেষ বয়সে দেখছেন না তাই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি অসহায় মহিলাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করেন। দুই পাষণ্ড পুত্রের ভূমিকায় এলাকায় ছিঃ ছিঃ রব উঠছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য