Saturday, July 12, 2025
বাড়িরাজ্যজাতীয় সড়কে ধ্বস পড়ে আটক পড়ল গাড়ি

জাতীয় সড়কে ধ্বস পড়ে আটক পড়ল গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : শনিবার সকাল থেকে লাগাতার বৃষ্টিতে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকার ৩৫ মাইল ও ৪৪ মাইল এলাকায় জাতীয় সড়কের উপর বড়সড় ধ্বস পড়ে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।

জানা যায়, এদিন ধ্বস পড়ার পর রাস্তায় গাড়ি আটকে থাকলেও পূর্ত দপ্তরের কর্মীরা এবং এন.এইচ ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মী কেউ ঘটনাস্থলে ছুটে আসে নি। যা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। যদিও পরবর্তী সময়ে ঘটনাস্থলে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ছুটে যায়। এর কিছুক্ষণ পর জে.সি.বি দিয়ে ধ্বস সড়ানো হলে স্বাভাবিক হয় যান চলাচল, প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু এদিন এন.এইচ ডিভিশনের কর্তাদের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!