Saturday, June 14, 2025
বাড়িরাজ্যনির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন দপ্তরে ডেপুটেশন প্রদেশ কংগ্রেসের

নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন দপ্তরে ডেপুটেশন প্রদেশ কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন দপ্তরে ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা অলক রঞ্জন গোস্বামী, টিটন পাল, মদন সাহা, হাবিল মিয়া ও আবদুল বাসিত চৌধুরী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের এক সদস্য জানান পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে ডিলিমিটেশন হয়েছে তা সঠিকভাবে হয়নি। পাশাপাশি খসড়া ভোটার তালিকাতেও রয়েছে অনিয়ম। এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে প্রদেশ কংগ্রেস কমিটি দেখা করেছে এবং অভিযোগ জানিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নিকট দাবি জানানো হয়েছে বিরোধী দলের প্রার্থীরা যেন বিনা বাধায় মনোনয়ন পত্র জমা দিতে পারে তার ব্যবস্থা করার জন্য। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য