স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : নীট ইউ জি পরীক্ষার বড়সড় কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হলো প্রদেশ যুব কংগ্রেস। তাদের অভিযোগ প্রশ্নপত্র পাস না হলে কোন ভাবেই ৭৯ জন ছাত্র-ছাত্রী ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেতে পারে না। ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তাদের অভিযোগ। এ নিয়ে শনিবার বিকেলে প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। উপস্থিত প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা জানান, ভারতীয় জনতা পার্টি যুব বিরোধী দল।
তারা যুবকদের স্বার্থে কখনো কাজ করে না। এ সরকার কায়দা করে যুবকদের চাকরি না দিয়ে মিছিল মিটিংয়ে হাটাতে চায়। অপরদিকে নীট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি করেছে এই সরকার। ফলে দেশের ছাত্র ছাত্রীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রীর পদত্যাগের দাবি করছে। কারণ তিনি টিউশন মাফিয়াদের সাথে মিশে পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করে দিয়েছেন। এবং গ্রেস মার্কের নামে নোংরা রাজনীতি করেছে। তাই পরীক্ষা সঠিকভাবে নেওয়ার দাবি জানিয়ে আজ আন্দোলন সংঘটিত করেছে যুব কংগ্রেস। সেদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশ পুতুল পুড়ে তীব্র প্রতিবাদ জানায়।