স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : নীট – ইউজি পরীক্ষার কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের সকল ছাত্র-ছাত্রীরা যেন কলেজে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করার দাবিতে শনিবার বিক্ষোভ প্রদর্শন করে এ.আই.ডি.এস.ও। এআইডিএসও-র কর্মী সমর্থকরা এইদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
উপস্থিত ছিলেন এআইডিএসও-র রাজ্য সম্পাদক রাম প্রসাদ আচার্য সহ অন্যান্যরা। রামপ্রসাদ আচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দাবি ও কর্মসূচির বিষয়ে তুলে ধরেন। তিনি বলেন এ কেলেঙ্কারিতে সারা দেশে ছাত্র, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকলে বিক্ষোভে শামিল হচ্ছে। এ আই ডি এস ও এই আন্দোলনের সমর্থন করে। তিনি আরো বলেন, এ ধরনের কেলেঙ্কারি ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আরো বলেন, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্র ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।