স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : বাইকে করে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দা শুভজিৎ দাস। ছেলের চিকিৎসার খরচ যোগান দিতে গিয়ে সর্বস্বান্ত অসহায় মা-বাবা। একমাত্র ছেলের উন্নত চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আর্জি জানালেন অসহায় মা। জানা যায়, চড়িলাম ব্লকের উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের ছেলে শুভজিৎ দাস, বয়স ১৬ বছর।
শুভজিৎ দশম শ্রেণীর ছাত্র ছিল। ২০ মে বাইকে করে সে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। বিশ্রামগঞ্জ বালুয়া ছড়ি এলাকায় রেল ব্রিজ থেকে বাইক সহ অনেক নিচে পড়ে যায় তিন বন্ধু। এতে গুরুতর ভাবে আহত হয় শুভজিৎ। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য আইএলএস হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তারপর থেকে সে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন। আইএলএস হাসপাতালে ১৫ দিন ভেন্টিলেশনে থাকার পর তার জ্ঞান ফিরে আসে। এখনো তার অবস্থা সংকটজনক। মাঝে মাঝে চোখ খুলে, আবার চোখ বন্ধ হয়ে যায়। কথাও বলতে পারে না। ছেলের চিকিৎসার জন্য টাকার যোগান দিতে গিয়ে শুভজিৎ-এর পরিবার সর্বস্বান্ত।
শুভজিৎ-এর মা কান্না করতে করতে জানান এখনো পর্যন্ত শুভজিৎ-এর চিকিৎসা করাতে গিয়ে ১৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে। গরু, ছাগল, হাস, মুর্গি স্বর্ণালঙ্কার যা ছিল সবকিছু বিক্রয় করে দিয়েছেন। এমনকি বসত বাড়িটিও বন্ধক দিয়েছেন। এখন আর কোন কিছু নেই। একমাত্র ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার সামর্থ্যও নেই। একমাত্র ছেলের চিকিৎসার জন্য অসহায় মা কান্না করতে করতে মুখ্যমন্ত্রীর নিকট কড় জোরে প্রার্থনা করেন। বর্তমানে আইএলএস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুভজিৎ। অর্থের অভাবে শুভজিৎ-এর চিকিৎসা বন্ধ হয়ে যাবে এইটা মেনে নেওয়া যায় না। এখন দেখার মুখ্যমন্ত্রী শুভজিৎ-এর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন কিনা।