Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যদুইজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিক আটক

দুইজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিক আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : গোপন সংবাদের ভিত্তিতে দুইজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিক সহ মোট ৬ জনকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ, আরপিএফ ও গোয়েন্দা বিভাগ যৌথ ভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুইজন বাংলাদেশী ও চারজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে।

শনিবার জিআরপি থানার ওসি তাপস দাস জানান ওনাদের নিকট গোপন সংবাদ ছিল কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে করে দুইজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিক আগরতলা রেলস্টেশনে আসছে। সেই সংবাদের উপর ভিত্তি করে আগরতলা জিআরপি থানার পুলিশ, আরপিএফ ও গোয়েন্দা বিভাগের কর্মীরা আগরতলা রেল স্টেশনে উৎ পেতে বসে। তখন জিআরপি থানার পুলিশ কর্মীরা লক্ষ্য করে ১ জন মহিলা ও ৫ জন পুরুষ দ্রুত গতিতে আগরতলা রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। জিআরপি থানার পুলিশ কর্মীদের সন্দেহ হয়। সাথে সাথে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতদের মধ্যে দুইজন স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক। তাদেরকে সহযোগিতা করছে চারজন ভারতীয় নাগরিক। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য