Thursday, March 20, 2025
বাড়িরাজ্যও এন জি সি -তে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ লক্ষ টাকা...

ও এন জি সি -তে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ লক্ষ টাকা হাফিজ করল ইঞ্জিনিয়ার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : ও এন জি সি -তে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে জমি বিক্রি করতে বাধ্য করে, পরে সেই জমির আসল মূল্য থেকে দুই লক্ষ টাকা হাফিজ করে দিল পালাটানার এক ইঞ্জিনিয়ার বলে অভিযোগ। জানা যায়, রাজধানীর মধ্য ডুকলি ঘোষপাড়া এলাকার অরুন দাসের ছেলে সঞ্জিত দাস উদয়পুর পালটানায় ও.এন.জি.সি -তে কর্মরত।

গত কয়েক বছর আগে কমলা সাগর বিধানসভার পান্ডবপুর এলাকার বিপুল দাসকে তার আগরতলা প্রতাপগড় স্থিত দুই গন্ডা জমি বিক্রি করতে অনুরোধ করে। একসময় সঞ্জিৎ দাস দাস বিপুল দাসকে প্রলোভন দেখায় তার প্রতাপগড়ের জমি বিক্রি করলে সঞ্জীব দাস বিপুল দাসকে ও.এন.জি.সি -তে চাকরি পাইয়ে দেবে। সঞ্জিত দাসের এই প্রলোভনে একসময় বিপুল দাস তার দুই গন্ডা জমি বিক্রি করতে রাজি হয়। পরে বিপুল দাস সঞ্জিত দাসের কাছে দুই গন্ডা জমি ১৩ লক্ষ্য ২৫ হাজার টাকা মূল্যে বিক্রি করে, কিন্তু জমির মালিক বিপুল দাসকে ১১ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়ার পর বাকি দুই লক্ষ টাকা পরে দেবে বলে এগ্রিমেন্ট করে নেয় সনজিৎ দাস।

 কিন্তু বিপুল দাস সঞ্জীৎ দাসকে জায়গা বুঝিয়ে দেওয়ার পরেও আজ কয়েক বছর হয়ে গেছে কিন্তু তার এই দুই লক্ষ টাকা এখনো মিটিয়ে দেয়নি বলে অভিযোগ সঞ্জিত দাসের বিরুদ্ধে। ভুক্তভোগী বিপুল দাসের অভিযোগ হয়তো সঞ্জিত দাস আরো এমন অনেক মানুষের সাথে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে। তার জমি বাকি দুই লক্ষ টাকা ফিরে পেতে বিপুল দাস ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। শনিবার সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিপুল দাস অভিযোগ করেছেন সঞ্জীব দাস তার সাথে পুরোপুরি ভাবে প্রতারণা করেছে। সঞ্জীব দাসকে যখনই দুই লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়, তখনই সঞ্জিত দাস জমি সম্পূর্ণ টাকা মিটিয়ে দিয়েছে বলছে। আর বিপুল দাস অভিযোগ করছে তাকে যে বাকি দুই লক্ষ টাকা দেওয়া হয়নি তার এগ্রিমেন্ট তার কাছে রয়েছে। তাই আইন এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে আছেন বিপুল দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য