স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : মাংসের দিকে রাজ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলেও, দুধ এবং ডিম উৎপাদনে রাজ্য এখনো পিছিয়ে আছে। কিন্তু রাজ্যের ৯৮ থেকে ১০০ শতাংশ মানুষের চাহিদা দুধ এবং ডিম। শনিবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনার বৈঠকে এই কথা বলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
তিনি বলেন, লোকসভা নির্বাচনের কারণে পর্যালোচনা বৈঠক করা সম্ভব হয়নি। তাই আজ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও কর্মীদের নিয়ে পর্যালোচনা মূলক বৈঠক করে জানা যায় ২০২৩-২৪ অর্থবছরে দুধ, মাংস এবং ডিমের চাহিদা কতটা পূরণ করা সম্ভব হয়েছে। এবং ২০২৪-২৫ অর্থবছরের চাহিদা অনুযায়ী নেওয়া পরিকল্পনা কতটা বাস্তবায়ন হচ্ছে সেটাও খতিয়ে দেখা হয়। মন্ত্রী আরো বলেন, বেকার যুবক যুবতীদের স্বার্থে কর্মসংস্থানের দিকেও কিভাবে গুরুত্ব দেওয়া যায় সে বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে এদিন।
তিনি আরো বলেন, দুধের চাহিদা পূরণ না হওয়ার পেছনে মূলত কারণ হলো রাজ্যের বড় কোনো ডায়েরি নেই। শুক্রবার দিল্লি থেকে ন্যাশনাল ডায়েরি বোর্ডের এক প্রতিনিধি দল রাজ্যে এসেছে। কিভাবে রাজ্যকে দুধের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত দুধ উৎপাদনে রাজ্য গতিশীল হবে বলে আশা ব্যক্ত করার মন্ত্রী।