Sunday, October 27, 2024
বাড়িরাজ্যপ্রচুর বিলেতি মদ সহ আটক গাড়ি চালক

প্রচুর বিলেতি মদ সহ আটক গাড়ি চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে প্রচুর বিলেতি মদ সহ আটক গাড়ি চালক। জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ ও সীমন্ত রক্ষী বাহিনী কোনাবন হরিহরদুলা এলাকায় TR 01 AS 0296 নম্বরের একটি মারুতি গাড়ি আটক করে। গাড়ি থেকে কাটুন ভর্তি বিলেতি মদ উদ্ধার করে গ্রেফতার করা হয় গাড়ি চালককে। চালকের নাম আকাশ দেবনাথ। তার বাড়ি হরিহর দুলা বলে জানা গেছে।

মধুপুর থানার পুলিশ গাড়িটি নিরাপত্তা কর্মীদের দেখে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। তখন আটক করা হয় গাড়িটি। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে বিলেতি মদের কার্টুন গুলি বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল গাড়ি চালক। জানা যায় আটক হওয়া বিলেতি মদের কালোবাজারি মূল্য প্রায় ৩৫ হাজার টাকার অধিক। তবে বলার অপেক্ষা রাখে না এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই বাংলাদেশের উদ্দেশ্যে পাচার হয় বিলেতি মদ থেকে শুরু করে বিভিন্ন নেশা সামগ্রী বলে সূত্রে খবর। কিন্তু পুলিশ সম্পূর্ণ নির্বিকার। অনেকের ধারণা হয়তো মধুপুর থানার পুলিশকে ম্যানেজ করেই চলছে এ ধরনের পাচার বাণিজ্য। তবে এলাকাবাসী পাচার বাণিজ্য প্রত্যক্ষ করতে পেরে পুলিশের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন। যাইহোক এখন দেখার বিষয় ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পাচার বাণিজ্যের কতটা তথ্য পুলিশ সংগ্রহ করতে পারে এবং বাকি চক্রকে জালে তুলতে পারে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য