স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন। স্কুটি ও বাইকের মধ্যে সংঘর্ষের জেরে নিহত বৈষ্ণব, আহত বৈষ্ণবী। ঘটনা বৃহস্পতিবার দুপুরে মন্দির নগরী উদয়পুরের ব্রহ্মাবাড়ী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এইদিন সুপ্রিয় বৈষ্ণব নামে এক বৃদ্ধ ব্যক্তি স্ত্রীকে সাথে নিয়ে স্কুটি চালিয়ে উদয়পুর শহরের দিকে যাচ্ছিলের। পিছন থেকে একটি বাইক এসে স্কুটিটিকে ওভারটেক করার চেষ্টা করে। এতে বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে।
স্কুটি থেকে ছিটকে পরে যান সুপ্রিয় বৈষ্ণব ও ওনার স্ত্রী। সাথে সাথে দমকল বাহিনীর কর্মীরা তাদেরকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর সুপ্রিয় বৈষ্ণবকে মৃত বলে ঘোষণা করে দেন। অল্প বিস্তর আহত হয়েছে মৃত সুপ্রিয় বৈষ্ণবের স্ত্রী সন্ধ্যা দাস। বর্তমানে তিনি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এইদিকে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় আর.কে পুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক বাইক সহ বাইক চালককে আটক করে থানায় নিয়ে যায়।